পাশের ঘরের জানলার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। মীনু তার স্বামীকে ডাকিয়ে এনে বললে, 'ঐ দেখো, দেখো, ওদের কী সুন্দর ছেলেটি। ওকে একটিবার আমার কোলে এনে দাও-না।'

স্বামী বললে, 'গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন।'

মীনু বললে, 'শোনো একবার! ছোটো ছেলের বেলায় কি ধনী-গরিবের ভেদ আছে। সবার কোলেই ওদের রাজসিংহাসন।'

স্বামী ফিরে এসে খবর দিলে, 'দরোয়ান বললে, বাবুর সঙ্গে দেখা হবে না।'

পরের দিন বিকেলে মীনু দাইকে ডেকে বললে, 'ঐ চেয়ে দেখ্‌, বাগানে একলা বসে খেলছে। দৌড়ে যা, ওর হাতে এই সন্দেশটি দিয়ে আয়।'

সন্ধ্যাবেলায় স্বামী এসে বললে, 'ওরা রাগ করেছে।'

'কেন, কী হয়েছে।'

'ওরা বলেছে, দাই যদি ওদের বাগানে যায় তো পুলিশে ধরিয়ে দেবে।'

এক মুহূর্তে মীনুর দুই চোখ জলে ভেসে গেল। সে বললে, 'আমি দেখেছি, দেখেছি, ওর হাত থেকে ওরা আমার সন্দেশ ছিনিয়ে নিলে। নিয়ে ওকে মারলে। এখানে আমি বাঁচব না। আমাকে নিয়ে যাও।'
1 | 2 | 3