এক ছেলে এসে তাকে বললে, 'আমরা খেলব।'

'কোথায়।'

'ঐখানে, যেখানে তোমার পুতুল সাজিয়েছ।'

মেয়ে তাকে হাঁকিয়ে দেয়; বলে, 'এখানে কোনোদিন খেলা হবে না।'

আর-এক ছেলে এসে বলে, 'আমরা ফুল তুলব।'

'কোথায়।'

'ঐযে, তোমার পুতুলের ঘরের শিয়রে যে চাঁপাগাছ আছে ঐ গাছ থেকে।'

মেয়ে তাকে তাড়িয়ে দেয়; বলে, 'এ ফুল কেউ ছুঁতে পাবে না।'

আর-এক ছেলে এসে বলে, 'প্রদীপ ধরে আমাদের পথ দেখিয়ে দাও।'

'প্রদীপ কোথায়।'

'ঐ যেটা তোমার পুতুলের ঘরে জ্বাল।'

মেয়ে তাকে তাড়িয়ে দেয়; বলে, 'ও প্রদীপ ওখান থেকে সরাতে পারব না।'
1 | 2 | 3 | 4