গাছ তার সমস্ত ডালগুলো তুলে আমাকে বললে, 'একটু থামো। তুমি বড়ো বেশি ভাব', আর বড়ো বেশি বক'।'

শুনে আমার মনে হল, এ কথা সত্যি। আমি বললেম, 'চুপ করবার জন্যেই তোমার কাছে আসি, কিন্তু অভ্যাসদোষ চুপ ক'রে ক'রেও বকি; কেউ কেউ যেমন ঘুমিয়ে ঘুমিয়েও চলে।'

কাগজটা পেন্সিলটা টেনে ফেলে দিলেম, রইলেম ওর দিকে অনিমেষ তাকিয়ে। ওর চিকন পাতাগুলো ওস্তাদের আঙুলের মতো আলোকবীণায় দ্রুত তালে ঘা দিতে লাগল।

হঠাৎ আমার মন বলে উঠল, 'এই তুমি যা দেখছ আর এই আমি যা ভাবছি, এর মাঝখানের যোগটা কোথায়।'

আমি তাকে ধমক দিয়ে বললেম, 'আবার তোমার প্রশ্ন? চুপ করো।'

চুপ করে রইলেম, একদৃষ্টে চেয়ে দেখলেম। বেলা কেটে গেল।

গাছ বললে, 'কেমন, সব বুঝেছ?'

আমি বললেম, 'বুঝেছি।'
1 | 2 | 3 | 4 | 5