ধাতুরূপ, person, gender, number -পরিবর্তন ও নেতিবাচক ও প্রশ্নবাচক করাইতে হইবে।
বাতাস এখনও ভিজা। এখনো অন্ধকার। এখনো ঠাণ্ডা। এখনো গরম। (তিনি, আমি, আমরা ইত্যাদি) যদুও (also) এখনো ঘুমাইতেছে। কিন্তু মধু ইহারই মধ্যে উঠিয়াছে। যদু সর্ব্বদাই ঘুমাইতেছে। আকাশ শীঘ্রই পরিষ্কার হইয়া যাইবে। এই গাছের তলায় অনেক শুক্ন পাতা আছে। কিন্তু শীঘ্রই ইহা পরিষ্কার হইয়া যাইবে (বিকল্পে there is এবং has দিয়া এই বাক্যগুলি ইংরাজি করাইবে)। কারণ, আমার ভগিনী ইহা ঝাঁট দিতে আসিতেছে (সে, তাহারা, যদু, মধু ইত্যাদি)। কারণ, জল দিয়া আমি ইহা ধুইব (তুমি, সে, তাহারা, আমরা, যদু, মধু ইত্যাদি)। আমি জোরে (hard) চলিতেছি কিন্তু এখনও আমার স্কুলে পৌঁছিতে পারিতেছি না (তুমি, সে, আমরা, তারা, যদু, মধু ইত্যাদি)। আমার ঘোড়া সর্ব্বদাই বেগে দৌড়ায় (তোমার, তার, আমাদের, যদুর ইত্যাদি)। তোমার ঘোড়া কখনই বেগে দৌড়ায় না। কাল বৃষ্টি হইবে না। এখন বৃষ্টি হইতেছে না। আজ বৃষ্টি হইতেছে না। আজ সন্ধ্যায় বৃষ্টি হইবে না। আজ রাত্রে (to- night) বৃষ্টি হইবে না। চাঁদ বাহির হইয়া আসিতেছে। (ভবিষ্যৎ।) আমি বাহির হইয়া আসিতেছি। (ভবিষ্যৎ।) আমি যাত্রা করিতে প্রস্তুত হই (তুমি, সে, আমরা, তাহারা, যদু ইত্যাদি)। আমি স্কুলে যাইতে প্রস্তুত হইতেছি (তুমি, সে ইত্যাদি)। (ভবিষ্যৎ।) আমি কলিকাতায় যাত্রার জন্য প্রস্তুত হইতেছি (কাশীতে, মাদ্রাজে, পাঞ্জাবে, তুমি, তিনি)। (ভবিষ্যৎ।) তোমার খড়ের বাণ্ডিল লইয়া যাত্রার জন্য প্রস্তুত হও। আমি আমার চালের বস্তা লইয়া যাবার জন্য প্রস্তুত হইতেছি (তুমি, সে)। (ভবিষ্যৎ।) বালকেরা এখনো ঘাসের উপরে গাছের চারি দিকে ঘুমাইতেছে (বালিকারা, গাভীগুলি, কুকুরগুলি)। তাহারা একটা দোকানে থাকিবে (stop) যখন তাহারা কলিকাতায় পৌঁছিবে (আমি, তুমি ইত্যাদি)। কারণ, সেখানে তাহাদের কোনো বন্ধু নাই (আমার, তোমার ইত্যাদি)। আমি দুঃখিত (তুমি, তিনি, আমরা, তারা, যদু)। তোমাকে দেখিয়া দুঃখিত বোধ হইতেছে (তাহাকে, তাহাদিগকে, যদুকে)। তাহাকে দুঃখিত দেখাইতেছে (তোমাকে, তাহাদিগকে, রামকে ইত্যাদি)। তিনি দুঃখিত হইবেন (আমি, তুমি, তোমরা ইত্যাদি)। দৌড়িতে চেষ্টা করিয়ো না। আমি দৌড়িতে চেষ্টা করি না (তুমি, তিনি ইত্যাদি)। এই ভারী খড়ের বাণ্ডিল আমি বাড়িতে বহিয়া লইয়া যাইব (তুমি, তিনি ইত্যাদি)। এই টেবিলটা ভারী, এটা কি তুমি নাড়িতে পার? খোকা ভারী, তাহাকে তুমি বহিতে পার? এই চিনির বস্তা ভারী, মুটে ইহা ষ্টেশানে বহিয়া লইয়া যাইবে। নদীতে যাইতে এক ঘন্টা লাগে। (ভবিষ্যৎ)। সহরে যাইতে এক দিন লাগে। (ভবিষ্যৎ)। নদী পার হইতে এক দিন লাগে। (ভবিষ্যৎ।) এই পুকুরের চারি দিকে দৌড়িতে এক মিনিট লাগে। (ভবিষ্যৎ।) ষ্টেশানে পৌঁছিতে কখনই এক ঘন্টা লাগে না। এই নদী পার হইতে কখনই বেশীক্ষণ লাগে না। আমি আজ বিকালে যাত্রা করিব (তুমি, তাঁরা ইত্যাদি)।











