শিক্ষক চৌকিতে বসিয়া তাঁহার ক্লাসকে শিক্ষা দেন(teaches)।

খোকা বিছানায় শুইয়া তাহার দুধ খায়।

বালক তাহার বই বহন করিয়া স্কুলে যায়।

ছেলেটি প্রদীপ নিবাইয়া (put out)তাহার বিছানায় যায়।

পাখী তাহার ডানা ছড়াইয়া (stretch) দিয়া উড়িতে আরম্ভ করে।

হাতি তাহার শুঁড় তুলিয়া জলে ডুব দেয়।

উত্তর হতে আসিয়া সৈন্যগণ পূর্ব্বদিকে কুচ করিয়া যাইতেছে।

জলে ঝাঁপ দিয়া মাল্লা জাহাজের দিকে সাঁতরাইতেছে।

লাঙ্গল লইয়া চাষা মাঠে যাইতেছে।

১। বহুবচন করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। and -যোগে নিষ্পন্ন করাও।
1...43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52