এই পাঠের প্রথম অংশের বাক্যগুলি ইতিবাচক করাইতে হইবে। প্রথম বাক্যটি ইতিবাচক করা হইলে ‘The pupil smiles’এই বাক্যটিকে অবলম্বন করিয়া ‘Does the pupil smile?’ এই প্রশ্নের উত্তরে–‘Yes, he smiles’ এই বাক্যটি রচনা করাইয়া লইতে হইবে। ‘The pupil does not smile’ এই বাক্য সম্পর্কেও ঐ একই প্রশ্ন করিয়া–‘No, he does not smile’ এই উত্তর আদায় করিতে হইবে। এইরূপ প্রণালীতে প্রশ্নবাচক বাক্যগুলির উত্তর একে একে অভ্যাস করাইতে হইবে। প্রত্যেক বাক্যই প্রথমে ব্ল্যাকবোর্ডে লিখিয়া প্রশ্নোত্তর আরম্ভ করিতে হইবে।
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9...12