খাল বলে, মোর লাগি মাথা-কোটাকুটি,

নদীগুলা আপনি গড়ায়ে আসে ছুটি।

তুমি খাল মহরাজ, কহে পারিষদ,

তোমারে জোগাতে জল আছে নদীনদ।