গাছগুলি মুছে-ফেলা,

গিরি ছায়া-ছায়া--

মেঘে আর কুয়াশায়

রচে একি মায়া।

মুখ-ঢাকা ঝরনার

শুনি আকুলতা--

সব যেন বিধাতার

চুপিচুপি কথা।