গাছের কথা মনে রাখি,

ফল করে সে দান।

ঘাসের কথা যাই ভুলে, সে

শ্যামল রাখে প্রাণ।