গানখানি মোর দিনু উপহার--

ভার যদি লাগে, প্রিয়ে,

নিয়ো তবে মোর নামখানি বাদ দিয়ে।