গাবার মতো হয় নি কোনো গান,

দেবার মতো হয় নি কিছু দান।

মনে যে হয় সবি রইল বাকি

তোমায় শুধু দিয়ে এলেম ফাঁকি,

কবে হবে জীবন পূর্ণ করে

এই জীবনের পূজা অবসান।

আর-সকলের সেবা করি যত

প্রাণপণে দিই অর্ঘ্য ভরি ভরি।

সত্য মিথ্যা সাজিয়ে দিই যে কত

দীন বলিয়া পাছে ধরা পড়ি।

তোমার কাছে গোপন কিছু নাই,

তোমার পূজায় সাহস এত তাই,

যা আছে তাই পায়ের কাছে আনি

অনাবৃত দরিদ্র এই প্রাণ।