১২৭

গিরি যে তুষার নিজে রাখে, তার

ভার তারে চেপে রহে ।

গলায়ে যা দেয় ঝরনাধারায়

চরাচর তারে বহে ॥