গোঁড়ামি যখন সত্যেরে চাহে

যত্নে রাখিতে ধরি

মুঠির চাপনে ভীম উৎসাহে

সত্য সে যায় মরি।