গোঁড়ামি সত্যেরে চায়

মুঠায় রক্ষিতে--

যত জোর করে, সত্য

মরে অলক্ষিতে।