ঘুমের আঁধার কোটরের তলে স্বপ্নপাখির বাসা,

কুড়ায়ে এনেছে মুখর দিনের খসে-পড়া ভাঙা ভাষা॥