চন্দ্র কহে, বিশ্ব আলো দিয়েছি ছড়ায়ে,

কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে।