চরণ ধরিতে দিয়ো গো আমারে,

নিয়ো না নিয়ো না সরায়ে।

জীবন মরণ সুখ দুখ দিয়ে

বক্ষে ধরিব জড়ায়ে।

স্থলিত শিথিল কামনার ভার

বহিয়া বহিয়া ফিরি কত আর,

নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,

ফেলো না আমারে ছড়ায়ে।

চিরপিপাসিত বাসনা বেদনা,

বাঁচাও তাহারে মারিয়া।

শেষ জয়ে যেন হয়ে সে বিজয়ী

তোমারি কাছেতে হারিয়া।

বিকায়ে বিকায়ে দীন আপনারে

পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে,

তোমারি করিয়া নিয়ো গো আমারে

বরণের মালা পরায়ে।