চলার গতি শেষের প্রতি

হোক-না অনুকূল।

পথের বোঁটা কঠিন অতি,

গৃহটি তার ফুল।

শমেতে এসে মিটুক মম

গানের যত ক্ষুধা।

কর্ম হোক পাত্র মম

ধর্ম হোক সুধা।