চাও যদি সত্যরূপে

দেখিবারে মন্দ--

ভালোর আলোতে দেখো,

হোয়ো নাকো অন্ধ।