১৫৭

চাঁদ কহে "শোন্‌

শুকতারা,

রজনী যখন

হল সারা

যাবার বেলায়

কেন শেষে

দেখা দিতে হায়

এলি হেসে,

আলো আঁধারের

মাঝে এসে

করিলি আমায়

দিশেহারা।'