চাঁদিনী রাত্রি, তুমি তো যাত্রী

চীন-লণ্ঠন দুলায়ে

চলেছ সাগরপারে।

আমি যে উদাসী একেলা প্রবাসী,

নিয়ে গেলে মন ভুলায়ে

দূর জানালার ধারে।