চাঁদেরে করিতে বন্দী

মেঘ করে অভিসন্ধি,

চাঁদ বাজাইল মায়াশঙ্খ।

মন্ত্রে কালি হল গত,

জ্যোৎস্নার ফেনার মতো

মেঘ ভেসে চলে অকলঙ্ক।