চিত্ত মম বেদনা-দোলে

আন্দোলিত।

অঙ্গনের

সমুখ-পথে পান্থ সখা

গিয়েছে বুঝি ক্লান্তপায়ে

দিগন্তরে।

বিরহবেণু

ধ্বনিছে তাই মন্দ বায়ে,

ছন্দে তারি কুন্দফুল

কাঁদিয়া ঝরে--

নবীন তৃণ

শিহরি উঠে ক্ষণে ক্ষণে।