১৫০

চেয়ে দেখি হোথা তব জানালায়

স্তিমিত প্রদীপখানি

নিবিড় রাতের নিভৃত বীণায়

কী বাজায় কী বা জানি॥