চৈত্রের সেতারে বাজে

বসন্তবাহার,

বাতাসে বাতাসে উঠে

তরঙ্গ তাহার।