ছবির জগতে যেথা কোনো ভাষা নেই

সেথায় তোমার স্থির দৃষ্টি

যে কাহিনী করিতেছে সৃষ্টি,

ঘটনাবিহীন তার বোবা ইতিহাস

কালো মেঘে ছেয়ে ফেলে চিত্ত-আকাশ

বিষাদ-বাদল করে বৃষ্টি।