ছাই বলে, শিখা মোর ভাই আপনার,

ধোঁওয়া বলে, আমি তো যমজ ভাই তার।

জোনাকি কহিল, মোর কুটুম্বিতা নাই,

তোমাদের চেয়ে আমি বেশি তার ভাই।