জন্মদিন আসে বারে বারে

মনে করাবারে--

এ জীবন নিত্যই নূতন

প্রতি প্রাতে আলোকিত

পুলকিত

দিনের মতন।