জন্মদিন এল তব আজি

ভরি ল'য়ে সংগীতের সাজি।

বিজ্ঞানের রসায়ন রাগরাগিণীর রসায়নে

পূর্ণ হল তোমার জীবনে।

কর্মের ধারায় তব রসের প্রবাহ যেথা মেশে

সেইখানে ভারতীর আশীর্বাদ অমৃত বরষে।