জাগায়ো না, ওরে জাগায়ো না।

ও আজি মেনেছে হার

ক্রূর বিধাতার কাছে।

সব চাওয়া ও যে দিতে চায় নিঃশেষে

অতলে জলাঞ্জলি।

দুঃসহ দুরাশার

গুরুভার যাক দূরে

কৃপণ প্রাণের ইতর বঞ্চনা।

আসুক নিবিড় নিদ্রা,

তামসী মসির তুলিকায়

অতীত দিনের বিদ্রূপবাণী

রেখায় রেখায় মুছে মুছে দিক্‌

স্মৃতির পত্র হতে,

থেমে যাক ওর বেদনার গুঞ্জন

সুপ্ত পাখির স্তব্ধ নীড়ের মতো।