জাপান, তোমার সিন্ধু অধীর,

প্রান্তর তব শান্ত,

পর্বত তব কঠিন নিবিড়,

কানন কোমল কান্ত।