১৩৪

জীবন-খাতার অনেক পাতাই

এমনিতরো শূন্য থাকে;

আপন মনের ধেয়ান দিয়ে

পূর্ণ করে লও না তাকে।

সেথায় তোমার গোপন কবি

রচুক আপন স্বর্গছবি,

পরশ করুক দৈববাণী

সেথায় তোমার কল্পনাকে॥