ঝরনা উথলে ধরার হৃদয় হতে

তপ্তবারির স্রোতে--

গোপনে লুকানো অশ্রু কী লাগি

বাহিরিল এ আলোতে।