ডালিতে দেখেছি তব

অচেনা কুসুম নব

দাও মোরে, আমি আমার ভাষায়

বরণ করিয়া লব।