তপনের পানে চেয়ে

সাগরের ঢেউ

বলে,"ওই পুতলিরে

এনে দে-না কেউ।'