তব কন্ঠে বাসা যদি পায় মোর গান

আমার সে দান, কিংবা তোমারই সে দান?