তব জীবনের গ্রন্থখানিতে

প্রতিদিন হোক্‌ লিখা,

মধুর ছন্দে গভীর বাণীতে

ভরে দিক্‌ লেখনিকা।