তব রবিকর আসে কর বাড়াইয়া

এ আমার ধরণীতে।

সারাদিন দ্বারে রহে কেন দাঁড়াইয়া

কী আছে কী চায় নিতে।

রাতের আঁধারে ফিরে যায় যবে, জানি

নিয়ে যায় বহি মেঘ-আবরণখানি,

নয়নের জলে রচিত ব্যাকুল বাণী

খচিত ললিত গীতে।

নব নব রূপে বরণে বরণে ভরি

বুকে লহ তুলি সেই মেঘ-উত্তরি।

লঘু সে চপল কোমল শ্যামল কালো,

হে নিরঞ্জন, নাই বাস তারে ভালো,

তারে দিয়ে তুমি ঢাক আপনার আলো

সকরুণ ছায়াটিতে।