তুমি আছ বসি তোমার ঘরের দ্বারে

ছোটো তব সংসারে।

মনখানি যবে ধায় বাহিরের পানে

ভিতরে আবার টানে।

বাঁধনবিহীন দূর

বাজাইয়া যায় সুর,

বেদনার ছায়া পড়ে তব আঁখি-'পরে--

নিশ্বাস ফেলি মন্দগমন ফিরে চলে যাও ঘরে।

আমি-যে পথিক চলিয়াছি পথ বেয়ে

দূরের আকাশে চেয়ে;

তোমার ঘরের ছায়া পড়ে পথপাশে,

সে ছায়া হৃদয়ে আসে।

যত দূরে পথ যাক

শুনি বাঁধনের ডাক,

ক্ষণেকের তরে পিছনে আমায় টানে--

নিশ্বাস ফেলি ত্বরিতগমন চলি সম্মুখপানে।

উদার আকাশে আমার মুক্তি দেখি

মন তব কাঁদিছে কি?

এ মুক্তিপথে তুমি পেতে চাও ছাড়া,

দুয়ারে লেগেছে নাড়া।

বাঁধনে বাঁধনে টানি

রচিলে আসনখানি,

দেখিনু তোমার আপন সৃষ্টি তাই--

শূন্যতা ছাড়ি সুন্দরে তব আমার মুক্তি চাই।