তুমি বসন্তের পাখি বনের ছায়ারে

করো ভাষা দান।

আকাশ তোমার কণ্ঠে চাহে গাহিবারে

আপনারই গান।