তুমি বাঁধছ নূতন বাসা,

আমার ভাঙছে ভিত।

তুমি খুঁজছ লড়াই,আমার

মিটেছে হার-জিত।

তুমি বাঁধছ সেতারে তার,

থামছি সমে এসে--

চক্ররেখা পূর্ণ হল

আরম্ভে আর শেষে।