তরুণ প্রাণের যুগল মিলনে

পুণ্য-অমৃত-বৃষ্টি

মঙ্গলদানে করুক মধুর

নবজীবনের সৃষ্টি।

প্রেমরহস্যসন্ধানপথে যাত্রী--

মধুময় হোক তোমাদের দিনরাত্রি--

নামুক দোঁহার শুভদৃষ্টিতে

বিধাতার শুভদৃষ্টি।