তারাগুলি সারারাতি

কানে কানে কয়,

সেই কথা ফুলে ফুলে

ফুটে বনময়।