কল্যাণভাজন

নন্দিনী ও অজিত,

তোমরা দুজনে একমনা

করিবে রচনা

তোমাদের নূতন সংসার।

সেথা নিত্য মুক্ত রবে দ্বার

বিশ্বের আতিথ্য নিবেদনে

তোমাদের অকৃপণ মনে।

পুণ্য দীপ রবে জ্বালা;

দেবতার নৈবেদ্যের ডালা

পূজার কুসুমে পূর্ণ হবে;

চতুর্দিকে বাজিবে নীরবে

গম্ভীর মধুর

পরিপূর্ণ আনন্দের সুর,

বাজিবে কল্যাণ শঙ্খধ্বনি

দিবসরজনী॥

আশীর্বাদক

রবীন্দ্রনাথ ঠাকুর

দাদামশায়