তোমরা যুগল প্রেমে রচিতেছ যে আশ্রমখানি

আমি কবি তার পরে দিনু মোর আশীর্বাদ আনি।

মিলন সুন্দর হোক্‌ সংসারের বাধা হোক্‌ দূর

জীবন-যাত্রার পথ হোক্‌ শুভ হোক্‌ অবন্ধুর।