প্রশান্ত, রানী

তোমাদের এই মিলন-বসন্তে

দিলেন কবি বসন্ত-গান আনি,

সুন্দর প্রেম সাজুক আনন্দে

পরুক গলায় সুরের মালাখানি।