তোমার গ্রন্থ-দানের গ্রন্থি

বাঁধিল আমার চিত্ত।

তোমার ভক্তি ঋষির মন্ত্রে

স্মরণে রহিল নিত্য।

তব শ্রদ্ধার অমল পাত্র

ভরিয়া রহিবে দিবসরাত্র

উপনিষদের পুণ্যপদের

অমৃত বাণীর বিত্ত॥