হে কল্যাণী রেবা,

তোমার জীবনধারা

বহে যাক আত্মহারা,

ক'রে যাক সংসারের সেবা।

তোমার নির্মল প্রাণ

করুক মাধুরী দান

ক্ষতি তব যা করুক যে বা।

হে কল্যাণী রেবা।