মহিষী

তোমার দুটি হাতের সেবা

জানি না মোরে পাঠাল কেবা

যখন হল বেলার অবসান--

দিবস যখন আলোকহারা

তখন এসে সন্ধ্যাতারা

দিয়েছে তারে পরশ-সম্মান।

বিক্রমজিৎ