১৫

তোমার বনে ফুটেছে শ্বেত করবী,

আমার বনে রাঙা,

দোঁহার আঁখি চিনিল দোঁহে নীরবে

ফাগুনে ঘুম-ভাঙা॥